ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালা ঃ তালায় সাক্ষী দেওয়ায় প্রকাশ্যে হত্যার হুমকি,মামলা করে বিপাকে পড়েছে সাক্ষী ও বাদী । ঘটনার বিবরনে জানা যায়, তালা উপজেলায় ৩০ এপ্রিল রবিবার সকালে পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে তালা উপজেলার সাহপুর গ্রামের হরিহরনগর বাজারে আলমগীর গাজী(২৭) পিতা-ওয়াহেদ আলী ফকিরগং গনএকই এলাকার মৃত আফসার আলীর পুত্র মোঃ রফিকুলের উপর হত্যার উদ্দেশে আকস্মিক আক্রমন করে এবং প্রকাশ্যে দা,লাঠি ,চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করে । যা বিভিন্ন পত্র পত্রিকায় ঢালাওভাবে প্রকাশিত হয় । এ ঘটনায় আহত রফিকুলের ভাই মোঃ আঃ আজিজ গাজী বাদী হয়ে তালা থানায় একটি মামলা করেন । মামলা নং ১৭ তারিখ ৩০/৪/১৭ । বর্তমানে মামলা করায় প্রকাশ্যে হুমকি দিচ্ছে আসামিরা । পালিয়ে বেড়াচ্ছে সাক্ষী ও বাদী । এ ব্যাপারে ভুক্তভুগি সাক্ষী যুবলীগ নেতা ইদ্রিস আলী বলেন, রফিকুল ইসলামকে কুপিয়ে মারাত্তক জখম করেছে । আমি সাক্ষী দেওয়ায় আমাকে প্রকাশ্যে আসামিরা হত্যার হুমকি দিচ্ছে । আসামিরা বলছে রফিকুলকে কুপিয়েছি এবার তোকে কুপিয়ে সাক্ষীর দেওয়ার স্বাদ চিরতরে মিটিয়ে দেব । জীবনের নিরাপত্তা চেয়ে আবারও থানায় জিডি করেছে সাক্ষী যুবলীগনেতা ইদ্রিস আলী । জিডি নং ১০৫ তারিখ ০৩-৫-১৭ ।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …