ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:অবসর নেয়া দুই বছরের মধ্যে গতি দানব উসাইন বোল্টের ‘পেট’ বড় হয়ে যাবে বলে মজা করেছেন তার কোচরা। তবে জ্যামাইকান এ গতি তারকা বলেছেন, অবসর নেয়া বিষয়ে কোনো সন্দেহ নেই।
আট বার অলিম্পিক স্বর্ণ পদক, এগার বার বিশ্ব মিরোপা এবং তিনবার বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী ৩০ বছর বয়সী বোল্ট আগামী আগস্টে লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের পর অবসর নেবেন।
বিবিসি রেডিওকে বোল্ট বলেন, ‘সকলেই চায় আমি অবসর না নিই। কিন্তু এটি সহজ নয়। আমি যা করতে চেয়েছিলাম তা করেছি। ক্রীড়াঙ্গনে আমি অনেক বড় কিছু করেছি।’
জনগণ আমাকে বেশি বেশি দেখতে চায়। কিন্তু একজন ব্যক্তি হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা তাই। আমি খেলা চালিয়ে যাওয়ার পর পরাজয় বরণ করতে চাই না। কেননা, পরাজয়কে আমি ঘৃণা করি।’
বিবিসি রেডিওকে বোল্ট বলেন, ‘সকলেই চায় আমি অবসর না নিই। কিন্তু এটি সহজ নয়। আমি যা করতে চেয়েছিলাম তা করেছি। ক্রীড়াঙ্গনে আমি অনেক বড় কিছু করেছি।’
জনগণ আমাকে বেশি বেশি দেখতে চায়। কিন্তু একজন ব্যক্তি হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা তাই। আমি খেলা চালিয়ে যাওয়ার পর পরাজয় বরণ করতে চাই না। কেননা, পরাজয়কে আমি ঘৃণা করি।’