ফিলিস্তিনি শিশুর উপর গাড়ি তুলে দিলো এক ইসরাইলি

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ফিলিস্তিনি শিশুকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়েছে এক ইসরাইলি। অবৈধ বসতি স্থাপনকারী পশ্চিম তীরের আল-খলিল শহরের আট বছরের লাইথ ইউসুফ শাহাতাত এ ঘটনার শিকার হয়। বুধবার এ ঘটনা ঘটে

 

আহত শিশু লাইথ ইউসুফ শাহাতাতআহত শিশু লাইথ ইউসুফ শাহাতাত

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু শাহাতাত তার স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় একজন ইসরাইলি শিশুটিকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দেয়। মারাত্মকভাবে আহত শাহাতাতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

পশ্চিম তীরের বিভিন্ন অংশে ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দেয়ার বহু ঘটনা ঘটছে। এ জাতীয় ঘটনায় অনেক ফিলিস্তিনি শিশু মারা গেলেও তার কোনো তদন্ত বা বিচার করে না ইসরাইলের কর্তৃপক্ষ।

 

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।