ব্রাজিল ১ আর্জেন্টিনা ২

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ফিফা র‌্যাংকিং-এ শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। আজ ফিফা প্রকাশিত ফুটবলের সর্বশেষ র‌্যাংকিংয়ে গত মাসে শীর্ষে ওঠা ব্রাজিল নিজেদের অবস্থান অক্ষুণ্ন রেখেছে। গেল সাত বছরের মধ্যে প্রথমবারের মতো ফিফা র‌্যাংকিং-এ শীর্ষে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

। দ্বিতীয়স্থানে রয়েছে ব্রাজিলের চিরপ্রতিন্দ্বন্দি আর্জেন্টিনা। তৃতীয়স্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে যথাক্রমে চিলি ও কলাম্বিয়া। শীর্ষে পাঁচের মধ্যে আছে দক্ষিণ আমেরিকারই চারটি দল।
ষষ্ঠ থেকে দশমস্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে : ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন।
ফিফা র‌্যাংকিং :
১. ব্রাজিল।
২. আর্জেন্টিনা।
৩. জার্মানি।
৪. চিলি।
৫. কলাম্বিয়া।
৬. ফ্রান্স।
৭. বেলজিয়াম।
৮. পর্তুগাল।
৯. সুইজারল্যান্ড।
১০. স্পেন।

 

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।