ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল শ্যামনগর ব্যুরোঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে দাখিল কেন্দ্রীয় পরীক্ষায় শ্যামনগর উপজেলার মধ্যে ২ জন জিপিএ ৫ পেয়েছে। তারা হলো রামজীবনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার মেধাবী ছাত্র মোঃ আবু ওবাইদা, পিতা- আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন, মাতা-শিরিনা বেগম, দাদা- নুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আবু তাহের,সাং-নুরনগর এবং অপর মেধাবী ছাত্র বিএমএসডি মাদ্রাসার আশিক মোহাম্মদ, পিতা-মোঃ কেরামত আলী, মাত- মাগফেরাতুন্নেছা, নানা- কালিগঞ্জ থানা মসজিদের সাবেক ইমাম মরহুম মাওঃ মনসুর হাল্লাজ, গ্রাম-বাজার গ্রাম(কালিগঞ্জ), সাতক্ষীরা। তারা সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেছেন।
ছবির ক্যাপশনঃ দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত ২ জন আবু ওবাইদা ও আশিক মোহাম্মদ।
নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার সাফল্য
শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরের নকিপুর এএইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭ সালের এস এস সি পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান জানান, এস এসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন এ+, ৫৯ জন এ, ২৮ জন এÑ, ২৬ জন বি, ১০ জন সি গ্রেড পেয়ে সাফল্য লাভ করেছে। শ্যামনগর উপজেলার মধ্যে এ প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সংখ্যা এ+ পেয়েছে।
রামজীবনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সাফল্য
শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরের রামজীবনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ২০১৭ সালের দাখিল পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাদ্রাসার সুপার মাওঃ আতিয়ার রহমান জানান, দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন এ+, ২২ জন এ, ৫ জন এÑ গ্রেড পেয়ে শতভাগ সাফল্য লাভ করেছে। মাদ্রাসারটি শতভাগ সাফল্য অর্জন করায় সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল হামিদ, মাদ্রাসার কমিটি ও অভিভাবক মহল শিক্ষকবৃন্দ ও সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করেছে।