তালায় সাক্ষীকে হত্যার হুমকি মামলা করে বিপাকে সাক্ষী ও বাদী

ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালা ঃ তালায় সাক্ষী দেওয়ায় প্রকাশ্যে হত্যার হুমকি,মামলা করে বিপাকে পড়েছে সাক্ষী ও বাদী । ঘটনার বিবরনে জানা যায়, তালা উপজেলায় ৩০ এপ্রিল রবিবার সকালে পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে তালা উপজেলার সাহপুর গ্রামের হরিহরনগর বাজারে আলমগীর গাজী(২৭) পিতা-ওয়াহেদ আলী ফকিরগং গনএকই এলাকার মৃত আফসার আলীর পুত্র মোঃ রফিকুলের উপর হত্যার উদ্দেশে আকস্মিক আক্রমন করে এবং প্রকাশ্যে দা,লাঠি ,চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করে ।9 যা বিভিন্ন পত্র পত্রিকায় ঢালাওভাবে প্রকাশিত হয় । এ ঘটনায় আহত রফিকুলের ভাই মোঃ আঃ আজিজ গাজী বাদী হয়ে তালা থানায় একটি মামলা করেন । মামলা নং ১৭ তারিখ ৩০/৪/১৭ । বর্তমানে মামলা করায় প্রকাশ্যে হুমকি দিচ্ছে আসামিরা । পালিয়ে বেড়াচ্ছে সাক্ষী ও বাদী । এ ব্যাপারে ভুক্তভুগি সাক্ষী যুবলীগ নেতা ইদ্রিস আলী বলেন, রফিকুল ইসলামকে কুপিয়ে মারাত্তক জখম করেছে । আমি সাক্ষী দেওয়ায় আমাকে প্রকাশ্যে আসামিরা হত্যার হুমকি দিচ্ছে । আসামিরা বলছে রফিকুলকে কুপিয়েছি এবার তোকে কুপিয়ে সাক্ষীর দেওয়ার স্বাদ চিরতরে মিটিয়ে দেব । জীবনের নিরাপত্তা চেয়ে আবারও থানায় জিডি করেছে সাক্ষী যুবলীগনেতা ইদ্রিস আলী । জিডি নং ১০৫ তারিখ ০৩-৫-১৭ ।

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।