ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:অবসরে যাওয়ার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব পেলেন দেশটির অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে থাকা ইউনিসকে ২০১৮ আইসিসি অনূর্ধ-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টর ঘোষণা করা হয়েছে।
পিসিবির দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম পাকিস্তানী হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা ৩৮ বছর বয়সী ইউনিস নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৮ সালের আইসিসি অনূর্ধ ১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করবেন।
আগামী বছর ১২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের এ টুর্নামেন্ট। এটা হবে অনূর্ধ ১৯ বিশ্বকাপের দ্বাদশতম আসর এবং নিউজিল্যান্ডের মাটিতে তৃতীয়বার।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া অধিনায়ক মিসবাহ উল হক ও ইউনিসকে বোর্ডের কোনো দায়িত্ব দেয়া হবে বলে আগেই বলা হয়েছিল।