খালেদা জিয়ার সংবাদ সম্মেলন আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে

প্রকাশ : ০৬ মে ২০১৭,

অ-অ+

১০ মে ‘ভিশন-২০৩০’ নিয়ে দলের চেয়ারপারসনের ডাকা সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানাবে বিএনপি।

একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের পাশাপাশি পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও এ সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি , ১০ মে বিকাল সাড়ে ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে চেয়ারপারসন খালেদা জিয়া এ সংবাদ সম্মেলন করবেন।

গত বছরের ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলে ‘ভিশন-২০৩০’ এর রূপরেখা দেয়া হয়েছিল, সেটা ছিল আউটলাইন। এখন তা পূর্ণাঙ্গভাবে দেয়া হবে।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।