ক্রাইমবার্তা রিপোট:রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের দক্ষিণ পুটিয়াখালি গ্রামের গাজির হাট এলাকার গাজিবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যুতে চার্জে দেয়া চার্জার লাইট বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনায় আরও ৩টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন নেভাতে গিয়ে হুড়োহুড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ গাজি (৭৫), নান্নু গাজি (৫০), মঞ্জু গাজি (৬৫) ও শামসুন্নাহার (৪৫) সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে এবং অর্ধকোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। নব স্থাপিত রাজাপুরের ফায়ার সার্ভিস দীর্ঘদিনেও উদ্বোধন না হওয়ায় পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ৬টি ঘর সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে যায়। বর্তমানে গাছতলায় আশ্রয় নিয়েছে সর্বস্ব হারানো পরিবারগুলোর শিশু-নারীসহ সকলে। জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে দক্ষিণ পুটিয়াখালি গ্রামের গাজির হাট এলাকার বড় গাজি বাড়ির সৈয়দ গাজির ঘরে বিদ্যুতে চার্জে দেয়া চার্জার লাইট বিস্ফোরিত হয়ে সৃষ্টি অগ্নিকান্ডে বিত্তবান সৈয়দ গাজি, আতাহার খান, রেজোয়ান গাজি, ইউসুফ গাজি, নূরা গাজি ও জুড়া গাজির বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে ধান, চাল, সোনার গহনা, টাকা ও মূল্যবান কাগজপত্রসহ সকল মালপত্র ছাই হয়ে যায় এবং পাশের মোসলেম গাজি, মঞ্জুর গাজি ও নাসির গাজির ঘর আগুনের লেলিহানের ছোঁয়ায় আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহাজার উদ্দিন জানান, ঝালকাঠি ফায়ার সার্ভিস ইউনিট আসার পূর্বেই খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে জানা গেছে। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান জানান, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো একেবারেই অসহায় হয়ে পড়েছেন। উপজেলা চেয়ারম্যান মনির ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ^াস দিয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, ভারপ্রাপ্ত ইউএনও আনিচুর রহমান ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …