নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে : শফিউল আলম প্রধান

ক্রাইমবার্তা রিপোট:বিশ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনেই।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর জাগপা আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

 

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, গণমাধ্যমের স্বাধীনতা ও সব রাজবন্দির মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের প্রসঙ্গ টেনে শফিউল আলম প্রধান বলেন, এ দেশের মাটিতে কোনো রক্ত বৃথা যায় নাই। সুতরাং প্রতি ফোঁটা রক্তের জবাব দিতে হবে। এ দেশের মানুষ প্রতি ফোঁটা রক্তের জবাব নেবে। শাপলা চত্বর ভবিষ্যতে ‘শহীদ চত্বর’ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

বর্তমান সরকারকে অনির্বাচিত উল্লেখ করে শফিউল আলম প্রধান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনে এ দেশের মানুষ ভোট দেয়নি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ভোটারবিহীন নির্বাচনে দিল্লির হাত ধরে গদিতে বসেছেন। সুতরাং এই সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে। এজন্য এখন থেকেই সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ডসহ নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

সব রাজবন্দির মুক্তি দাবি করে জাগপা সভাপতি বলেন, আমাদের হাজার হাজার নেতা-কর্মী আজ কারাগারে, এখনো গ্রেফতার চলছে। নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরিতে অবিলম্বে প্রতিটি নেতাকর্মীর মুক্তি দিতে হবে। একজন রাজবন্দিকেও জেলে রেখে এই দেশের মাটিতে কোনো নির্বাচন হওয়া উচিত নয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ধন্যবাদ-অভিনন্দন জানিয়ে শফিউল আলম প্রধান বলেন, দীর্ঘদিন পরে আমরা একজন স্বাধীনচেতা প্রধান বিচারপতি পেয়েছি, যিনি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম করছেন। এ জন্য তাকে শ্রদ্ধা জানাই।

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।