মাদারীপুরে বিএনপির কর্মিসভায় পুলিশের লাঠিচার্জ

ক্রাইমবার্তা রিপোট:মাদারীপুরে পুলিশের অ্যাকশনে বিএনপির কর্মীসভা পণ্ড

মাদারীপুর জেলা বিএনপির যৌথ কর্মিসভা পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে। এসময় পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হয়েছে ১৪ জনকে।

এ কর্মিসভা উপলক্ষে এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, গণশিক্ষা সহ-সম্পাদক আনিসুর রহমান খোকন, সাবেক এমপি হেলেন জেরিন খান, জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহানদার আলী জাহানসহ সিনিয়র নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির সকল অঙ্গসংগঠন নিয়ে এক যৌথ কর্মিসভার আয়োজন করে জেলা বিএনপি। সেই অনুযায়ী গত মঙ্গলবার জেলা পুলিশের কাছে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে পুলিশ অনুমতি দেয়নি।

কিন্তু তার পরও আজ সকালে কর্মিসভার জন্য দলীয় লোকজন চরমুগয়িরা এলাকায় জড়ো হলে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে তা পণ্ড করে দেয়।

এ সময় বিএনপির ৬ কর্মী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ আটক করেছে ১৪ নেতাকর্মীকে।

সভায় পুলিশের লাঠিচার্জ এবং ফাঁকা গুলির ঘটনা পরিকল্পিত বলে ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।

পুলিশের দাবি, কর্মিসভার কারণে জনভোগান্তির কথা চিন্তা করে লাঠিচার্জ করা হয়েছে।

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।