ক্রাইমবার্তা রিপোট:কালিহাতী প্রতিনিধি : উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মেলা টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার,প্রদর্শনী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-৪(কালিহাতী)আসনের মাননীয় সাংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ.মো.আখেরুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা বেলায়েত হোসেন, কালিহাতী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহুরুল হক বুলবুল,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ বরুন কান্তি সাহা, ডাঃ আহসান হাবিব, ডাঃ আঞ্জুমান আরা খানম, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা চপল কুমার রায় প্রমুখ। উদ্ভাবিত লাগসই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৩২টি ষ্টল স্থান পায়। ওই অনুষ্ঠান বয়কট করেছেন কালিহাতী উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মিরা।
