গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ডিম ভেঙ্গে খামারীদের প্রতিবাদ

ক্রাইমবার্তা রিপোট: বহুজাতিক কোম্পানির ডিম ও মাংস উৎপাদন বন্ধ এবং ডিমের ন্যায্যমূল্যের দাবীতে গাজীপুরে প্রান্তিক খামারীরা কাফনের কাপড় পরে মানববন্ধন, সড়ক অবরোধ ও সড়কে ডিম ভেঙ্গে প্রতিবাদ জানিয়েছে। শনিবার জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পোল্ট্রি ফিড ও ডিম ব্যবসায়ীর উদ্যোগে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মহাসড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

 

খামারীরা জানান, ব্রয়লার ও লেয়ার বাচ্চার মূল্য যেখানে ৩০/৩২ টাকা হওয়ার কথা সেখানে প্রতিটি বাচ্চা বহুজাতিক কোম্পানির কাছ থেকে ১০০/১৫০ টাকায় ক্রয় করতে হচ্ছে। কিন্তু খামারীরা ডিমের ন্যায্য মূল্য পাচ্ছে না। এর ফলে বাচ্চা ও খাদ্যের মূল্য বেশি দিতে দিতে পুঁজিহারা হয়ে খামারীরা বেকার হয়ে যাচ্ছে।

মাওনা পোল্ট্রি ফিড ও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান পোল্ট্রি শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

 

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।