চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সভাপতি মিশা, সম্পাদক জায়েদ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
সভাপতি মিশা, সম্পাদক জায়েদ
ঢাকা

প্রকাশ : ০৬ মে ২০১৭,

অ-অ+
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর এ ফলাফল ঘোষণা করেন।
মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর সানি পেয়েছেন ১৫৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।
আর সহ-সভাপতি পদে রিয়াজ ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নাদির খান পেয়েছেন ২৬৫ ভোট।
এছাড়া কার্যনির্বাহী পরিষদে অন্যান্যদের মধ্যে বিজয়ী হয়েছেন- সুব্রত (৩১০ ভোট), আরমান (২৬৫), রোজিনা (৩৪৪), অঞ্জনা (৩২২), সুশান্ত (৩৪২), আলীরাজ (৩০৩), মৌসুমী (৩৪৯), সাইমন সাদিক (৩৬১), পূর্ণিমা (২৮২), পপি (৩০২), ফেরদৌস (২৬১), নাসরিন (২৬৮), জেসমিন (৩২৬), ইমন (২৬২), জ্যাকি আলমগীর (২৯৫), জাকির হোসেন (১৯০) ও কমল (২৪২ ভোট)।
এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা হয়।
এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬২৪ জন। এর মধ্যে ভোট দেন ৫৫৮ জন।
নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা এ প্যানেল তিনটির নেতৃত্ব দেন। মোট ২১ পদের বিপরীতে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, বিগত সেশনে সভাপতি পদে চিত্রনায়ক শাকিব খান, সহ-সভাপতি পদে ওমর সানি এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছিলেন অমিত হাসান।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।