ক্রাইমবার্তা রিপোট: মোস্তফা কামাল শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরার শ্যামনগরের উত্তর আটুলিয়ার মাওলা বক্স সরদারের পুত্র প্রধান শিক্ষক সাইদুর রহমান সু-বিচারের জন্য পুনরায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে কেসটির পুনঃ বিচারের জন্য আপিল করেছেন। প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, তিনি বিগত ২০০০ সালের ১২ ফেব্রুয়ারী তারিখে আশাশুনি উপজেলার দীঘলার আইট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ যোগদান করেন। কয়েক বছর চাকুরী করার পর কমিটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ২০০২ সালের আগষ্ট মাসে সাময়িক বরখাস্ত করেন। বিষয়টি সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার তদন্ত করে পুনরায় যোগদানের জনা আদেশ দেন। কিন্তু কমিটি এ আদেশ অগ্রাহ্য করেন।ফলে বিষয়টি নিয়ে তিনি সাতক্ষীরা বিজ্ঞ জজ কোর্টে ১৩৪/২০০৪ নং কেস করেন। কিন্তু সভাপতি পরিবর্তন হওয়ার কারণে গত ০৮ জানুয়ারী ২০১৭ তারিখে কেসটি খরিজ হয়ে যায়। সু-বিচারের জন্য তিনি পুনরায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে কেসটির পুনঃ বিচারের জন্য গত১৯/০৪/১৭ কেস নং-৪৪/১৭ আপিল করেন। কিন্তু আদালতে বিচারাধীন থাকা সত্তেও কমিটি উক্ত প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য অল্প পরিচিত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগের পাঁয়তারা করছেন। কোন পদের বিপরীত মামলা থাকলে আইন গত ভাবে কোন প্রকার নিয়োগ বা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আইনগত প্রশ্নবিদ্ধ হলে নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষকের জীবনে অভিশাপ হতে পারে। বিশেষ সুত্রে জানা যায়, উক্ত বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক বিকাশ রঞ্জন মৃধা ঐ পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগের জন্যে বিভিন্ন মহলকে খুশি করতে তৎপর রয়েছে। তবে বর্তমান বিদ্যালয়টির সভাপতি ও ক্রিড়া শিক্ষক এ বিষয়টি মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
শ্যামনগরে জঙ্গী বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোস্তফা কামাল শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জঙ্গী বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মে বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু (স্পেশাল পিপি) এর নেতৃত্বে জঙ্গী বিরোধী মিছিল টি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়। এ মিছিলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।