‘মেয়েকে’ নিজের নায়িকা বানালেন আমির!

ক্রাইমবার্তা রিপোট:‘দঙ্গল’ সিনেমায় বলিউডের মি. পারফেক্টশনিস্ট আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন ফাতিমা সানা শেখ। এবার আমিরের নায়িকার চরিত্রে দেখা যাবে ফাতিমাকে।
আমির খানের পরবর্তী সিনেমা ‘ঠগ্‌স অফ হিন্দুস্তান’-এ দেখা যাবে ফাতিমাকে।

এই সিনেমায় অভিনয়ের জন্য নায়িকা খুঁজে পাচ্ছিলেন না আমির। আলিয়া ভাটসহ বেশ কয়েকজন নায়িকা আমিরের প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ, সিনেমায় নায়িকার ভূমিকা খুবই ছোট।

কিছু দিন আগে একটা লিকড ছবি ইন্টারনেটে ঘোরাফেরাও করছিল ফাতিমার। এবার নিশ্চিত হওয়া গেল ছবিতে তিনিই আছেন।

এই রোলের জন্যেও গোড়া থেকে অডিশন দিতে হয়েছিল ফাতিমাকে। কারণ ছবিতে নারীচরিত্রটি নেহাত সাদামাটা নয়, বরং অ্যাকশনবাজ! ফলে ফাতিমাকে বেশ কয়েকটা কঠিন ওয়ার্কশপও করিয়েছেন আমির খান।

ছবির চিত্রনাট্যকার কৃষ্ণ আচার্য বলেছেন, ফাতিমাকে বেশ কয়েকটা অ্যাকশন ওয়ার্কশপ করানো হয়েছে। অডিশনের পর আমরা খুব খুশি হয়েছিলাম, ছবির পারফেক্ট নায়িকাকে ওর মধ্যে পেয়ে।

ফাতিমার জন্য তো এটা বড়় ব্রেক বটেই। কারণ আমিরের পাশাপাশি তিনি স্ক্রিন শেয়ার করবেন বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।