ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :হাতে আর মাত্র এক দিন সময়। চূড়ান্ত প্রচারের আগেই ফরাসি প্রেসিডেন্ট পদ প্রার্থী ইমানুল ম্যাক্রোঁর ইমেইল হ্যাকের অভিযোগ। তার জেরে ম্যাক্রোঁর প্রচারের একাধিক গোপন নথি প্রকাশ্যে এসে গেছে।
অনলাইনে দেখা যাচ্ছে যে সব ফাইল। তার মধ্যে প্রচারের যাবতীয় খরচ খরচার হিসাবও রয়েছে। ম্যাক্রোঁর সহযোগীদের অবশ্য দাবি, যেগুলি হ্যাক করা হয়েছে সেসব নথিই আইনি।
রোববারেই চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ। তারপরেই নির্বাচিত হবেন ফ্রান্সের প্রধান। তার আগে এই ঘটনাকে সহজে মেনে নিতে নারাজ ম্যাক্রোঁ শিবির। তাদের দাবি, প্রতিদ্বন্দ্বী মেরি ল্য প্যাঁ–এর শিবিরই চক্রান্ত করে এই কাণ্ড ঘটিয়েছে। ম্যাক্রোঁ নিজে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন এর আগে এর থেকে বড় হ্যাকিং অ্যাটাক হয়নি। তাকে অপদস্থ করতেই এই কাণ্ড বলেও ম্যাক্রোঁ দাবি করেছেন।
রোববারের চূড়ান্ত ভোটের কথা মাথায় রেখেই এই কাজ করা হয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মধ্যরাতে এই কাজ করেছে দুষ্কৃতীরা এমনই দাবি ম্যাক্রোঁ শিবিরের।
ঘটনার পরেই প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববারের ভোট শেষ না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য রাখতে পারবেন না প্রার্থীরা এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।
সমীক্ষকদের দাবি, প্রতিদ্বন্দ্বী লি প্যাঁ–র থেকে অনেকটাই এগিয়ে ম্যাক্রোঁ। চূড়ান্ত নির্বাচনে প্রায় ২০ শতাংশ ভোটে এগিয়ে থাকবেন ম্যাক্রোঁ।