ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর উদ্যোগে কনসালটেন্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২ টায় স্থানীয় একটি কমিউিনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়্ । সভায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পরিচালক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য প্রফেসর ডা. কাজী শহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পরিচালক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য বোরহান উদ্দিন আহমেদ(প্রাক্তন জেলা জজ),সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান,। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের হিসাব শাখার প্রধান ফৌজ এলাহী এসিএ, ইসলামী হাসপাতাল সাতক্ষীরার ইসি চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ আব্দুল বারি, পরিচালক নাছির উদ্দিন খান ,সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, সহকারী অধ্যাপক ডা. শেখ আবু সাঈদ শুভ, গাইনী কন্সালটেন্ট ডা. মোছাঃ রহিমা খাতুন, সহকারী অধ্যাপক ডা. নারায়ন প্রসাদ সান্যাল, এমও সিএস ডা. আশিকুর রহমান, ডা, সাইফুল ইসলাম. ডা. আবু হোসাঈন, ডা, মো. রুহুল আমিন, ইসলামী ব্যাংক ম্যানেজার আব্দুস সালাম ভিপি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন , ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক হাসপাতাল কে নিয়ে অনেকে ভিন্ন কথা বলেছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে দেখলাম এটা অপপ্রচার ছাড়া কিছুই নয়। এই হাসপাতালের কর্মচারীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। যে কারনে হাসপাতালে সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানুষ এখানে এসে আস্থার সাথে সেবা গ্রহন করছে। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা অনন্য সেবা মূলক প্রতিষ্ঠান, আমরা আশা করি এ হাসপাতাল তার সুনাম অক্ষুন্ন রাখবে।
Check Also
সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন
মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …