ঝিনাইদহে উগ্রবাদী আস্তানায় অভিযান, নিহত ২

ক্রাইমবার্তা রিপোট:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সন্দেহভাজন উগ্রবাদীদের এক আস্তানা ঘিরে পুলিশের অভিযানের মধ্যে দু’জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বাড়িটি ঘিরে রেখেছে। এখনো মুর্হূমুর্হূ গুলিবর্ষণ চলছে। পুলিশ চারজনকে আটক করেছে। পুলিশ ্এক তলা ওই বাড়ির ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

 

জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলা পুলিশ ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা শনিবার রাত ৩টার দিকে উপজেলার বজ্রাপুর গ্রামের একটি বাড়ি উগ্রাবাদী আস্তানা সন্দেহে ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গুলি করা হয়। এতে এডিশনাল এসপি নামজুল হাসান, এএসআই মহসিন, এসআই মুজিবর রহমান মারাত্মকভাবে আহত হন। তাদেরকে যশোর নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ চারজনকে আটক করেছে। এদের মধ্যে রয়েছেন জহিরুল ইসলাম, জসিমউদ্দিন এবঙ আলম।

 

 

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।