হামলার সাহস তারা কোথায় পেল?

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে শুক্রবার মধ্যরাতে এফডিসিতে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
রাত পৌনে ২টার দিকে হঠাৎ করে এফডিসিতে উদয় হন সদ্যবিদায়ী কমিটির সভাপতি চিত্রনায়ক শাকিব খান।

এফডিসিতে এসেই তিনি ভোট গণনা কক্ষে প্রবেশ করতে চান। এ সময় তাকে কয়েকজন বাধা দেন। এদের মধ্যে বেশ কয়েকজনই রূপালি জগতের অচেনা মুখ।

তাদের সঙ্গে যোগ দেয় শাকিব খানবিরোধী কয়েকজন শিল্পী ও কলাকুশলী। তর্কাতর্কির এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়।

শাকিব খান জোর করে ভেতরে প্রবেশ করতে চাইলে তার গায়েও হাত তোলার প্রস্তুতি নেন কেউ কেউ। অবশ্য এর আগেই হামলা শুরু হয়ে যায়। তার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। এ সময় কেউ কেউ শাকিব খানকে মদ্যপ বলে গালাগালও করেন।

অপুর ফেসবুক থেকেএ নিয়ে শাকিব খানের স্ত্রী চিত্রনায়িকা অপু ইসলাম শনিবার রাতে তার ফেসবুকের ভেরিফাইড পেজে ক্ষোভ প্রকাশ করেছেন।

সেখানে তিনি লেখেন, ‘শাকিব খান এমন একজন সুপারস্টার…যে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে। ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাদের কিনার থেকে। তার ওপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাঁধে। শাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে? অথবা শাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়া সম্ভব?’

এরপর তিনি আরও লেখেন, ‘মধ্যরাতে শাকিব খানের ওপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা? এই সাহস তারা কোথায় পায়? তাদের পেছনে ইন্ধন যোগায় কারা?’

এই ঘটনার শাস্তি দাবি করে অপু লেখেন, ‘একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন, তাদের শাস্তি চাই।’

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।