গফরগাঁওয়ে পরীক্ষার হলে মোবাইল জব্দের জের শিক্ষকের পা ভেঙে দিল আ’লীগ ও যুবলীগ নেতারা

ক্রাইমবার্তা রিপোট:গফরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ ও যুবলীগের হামলায় আহত শিক্ষক বদরুল হক

পরীক্ষার হলে ছাত্রদের মোবাইল ফোন জব্দ করেছিলেন দায়িত্বরত শিক্ষক। কিছু ছাত্র বের হয়ে গিয়ে নালিশ করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের কাছে। এর জের ধরে প্রধান শিক্ষককে বেধড়ক পিটিয়ে তার বাম পা ভেঙে দেয়া হয়। বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে। আহত এসএম বদরুল হক বিদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর হামলার নায়ক যশরা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম ও ইউপি যুবলীগের সভাপতি সুমন।

এই ন্যক্কারজনক ঘটনায় প্রধান শিক্ষক বদরুল হক বাদী হয়ে শুক্রবার রাতে সাইফুল ইসলাম ও সুমনসহ ছয়জনের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা করেছেন। জড়িতদের গ্রেফতার দাবিতে শুক্র ও শনিবার বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক সহায়ক পরীক্ষা চলছিল। এ সময় হলে দায়িত্বরত শিক্ষকরা আট শিক্ষার্থীর মোবাইল ফোন জব্ধ করেন। এ সময় কয়েক শিক্ষার্থী স্কুল থেকে বের হয়ে স্থানীয় শিবগঞ্জ বাজারে গিয়ে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও যশরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুমন মিয়ার কাছে অভিযোগ করে। এতে ক্ষুব্ধ হয়ে সাইফুল ইসলাম ও সুমন দলবল নিয়ে বিদ্যালয়ে ছুটে আসে। তারা বিদ্যালয়ের বারান্দায় থাকা প্রধান শিক্ষকের মোটরসাইকেল নিয়ে যায়। খোঁজ পেয়ে প্রধান শিক্ষক বদরুল হক তার সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মোটরসাইকেল আনতে সাইফুল ইসলামের কাছে যান। এ সময় শিক্ষকরা কিছু বুঝে ওঠার আগেই সাইফুল ও সুমন দা, লাঠি নিয়ে সদলবলে তাদের ওপর হামলা চালায়। বেধড়ক পিটুনিতে শিক্ষক বদরুল হকের বাম পা ভেঙে যায়।

বদরুল হক জানান, মাস তিনেক আগে বিদ্যালয়ে এডহক কমিটি হয়েছে। সাইফুল ওই কমিটিতে আসতে চেয়েছিল, পারেনি। এ ছাড়াও সাইফুল সম্প্রতি প্রভাব খাটিয়ে বিদ্যালয় মাঠ থেকে একটি গাছ কেটে নিয়ে যায়। বিদ্যালয়ের পুকুরও দখল করতে চায়। এসবে বাধা দেয়ায় সে আমার প্রতি ক্ষুব্ধ হয়। এর জের ধরে সাইফুল মেম্বার, যুবলীগ নেতা সুমন দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়।

অভিযুক্ত সাইফুল ইসলাম জানায়, স্কুলের পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন জব্দ ও স্কুলের কাজে টাকা নেয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। গফরগাঁও থানার ওসি একেএম মাহাবুবুল আলম জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Check Also

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।