পাখির দেশ বাংলাদেশ ২০১৭ শীর্ষক প্রদর্শনী

ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় জাদু ঘর ও বাংলাদেশ বার্ড ক্লাব এ যৌথ উদ্যোগে পাখির দেশ বাংলাদেশ ২০১৭ ” শিরোনামে বাংলাদেশের পাখির প্রদশনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সৌন্দর্যের এক বিশেষ অংশে জুড়ে আছে পাখি। পাখির ডাকে এই দেশের মানুষের ঘুম ভাঙ্গে আর দৈনন্দিন জকীবনের সাথে পাখিরা ওতোপ্রোতভাবে মিশে প্রকৃতিকে সুরক্ষা করে । 18
জনজীবনে পাখির অর্থনৈতিক গুরত্ব অনেক। শিকারি পাখি ইঁদুর এবং অন্যান্য কীটপতঙ্গ খেয়ে শস্যের উপকার ও গাচপালা সংরক্ষণে সহায়তা করে । একই সাথে কাক, চিল শহরের নোংরা আর্বজনা খেয়ে আমাদের পরিবেশকে পরিচ্চন্ন করে। একই সাথে, চিল শহরের নোংরা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশেকে পরিচ্ছন্ন করে। অনেক গাছ জম্মাতো না যদি পাখিরা পারগায়ণে সাহায্য না করতো, বীজ না ছড়াতো।
এমনিভাবে পাখিরা জীববৈচিত্র্য সংরক্ষণে উপকার করে। বাংলাদেশে আনুমানিক ৭০০ প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে চারশত পঞ্চাশটি আবাসিক পাখি আরবাকিরা অতিথি পাখি।17
এসকল পাখির জীববৈচিত্র্যর সৌন্দয্য ভা-ারের অংশীদার । প্রাচীন বাংলার প্রকৃতিতে পাখির প্রাচুর্য্য, বৈচিত্র্য ও সৌন্দয্যের প্রমাণ রয়েছে কবিতায়, সাহিত্যসহ সংস্কৃতির বিভিন্ন উপাদানে। শিল্পীগণ লোকায়ত বাংলার পোড়া মাটির ফলকে, চিত্রকর্মে, নকশি কাঁথায় বণাঢ্য পাখিকে নিপুনভাবে প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রপদী শিল্পকলা বিভাগ, জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগ, সমকালীন শিল্পকলা ও বিশ^ সভ্যতা বিভাগ এবং প্রাকৃতিক ইতিহাস বিভাগের সংগৃহীত নিদর্শন প্রদশনীতে উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশ বার্ড ক্লাব এর সদস্যদের ধারণকৃত কালা তিতির ,ধলাগলা মনিকজোড়, কালাগলা মানিকজোড়, কালাপেট পানচিল, খয়েরাপাখ মারাঙ্গা, ইউরেশিয় ঝিনুকমার , এশিয় ডউইচার, নাকতা হাঁস, মেটে মেছোপ্যাঁচা, হজসনি ঝাড়ফিদ্দাসহ একশত পাখির রঙ্গিন আলোকচিত্র, বাংলাদেশের বরেন্য মিল্পীদের আঁকা চিত্রকর্মে পাখি, পদ্ধাডাঁটা মুখে রাজহাঁসের পোঁড়ামাটির ফলক ও বিশেষায়িত পদ্ধতিতে টেক্সিডার্মিকৃত পাখির সমন্বয়ে ‘পাখির দেশ বাংলাদেশ ২০১৭’ শীর্ষক উপস্থাপনায় বালোদেশের পাখিদের পরিচিতি সকল দর্শকদের প্রকৃতিতে সরেজমিনে পাখি পর্যবেক্ষণসহ সংরক্ষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে।19
বর্তমান বিশে^ মানুষ পাখির আবাসস্থল ধ্বংস , পরিবেশ দূষণ এবং বৈশ^য়িক উঞ্চতাসহ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করেছে। ‘পাখির দেশ বাংলাদেশ ২০১৭ ’ শীর্ষক প্রদর্শনী দর্শকদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য সুরক্ষায় সমৃদ্ধ জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বানের উদ্দেশ্য আয়োজন করা হয়েছে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।