ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:প্রথমবারের মতো ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলে খেলতে গিয়েই বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। অসাধারণ বোলিং করে বড় অবদান রেখেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের পেছনে। নিজে জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। পরের মৌসুমে তাই মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেখলে খটকা লাগাটাই স্বাভাবিক। ঠিক যেমনটা লেগেছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইনের। টুইটারে প্রশ্নটা ছুঁড়েই দিয়েছেন এই ডানহাতি পেসার, ‘ফিজ’ কোথায়?
আইপিএলে নিজের প্রথম মৌসুমে অসাধারণ নৈপুণ্য দেখালেও এবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে মাত্র একটি ম্যাচই খেলেছেন মুস্তাফিজ। সেই ম্যাচেও তিনি ছিলেন একেবারে নিষ্প্রভ। ২.৪ ওভার বল করে দিয়েছিলেন ৩৪ রান। ছিলেন উইকেটশূণ্য। এরপর আর আইপিএলের পরবর্তী ম্যাচগুলো খেলার সুযোগ মেলেনি ফিজের। কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকার পর ফিরে এসেছিলেন বাংলাদেশে। তারপর ইংল্যান্ডে চলে গেছেন ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য। এসব তথ্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নখদর্পণে থাকলেও স্টেইনের তো আর এত কিছু জানার কথা নয়।
তবে আইপিএলে মুস্তাফিজকে না খেলতে দেখে আরো অনেকের মতো স্টেইনও বেশ অবাক হয়েছেন। এক টুইটে তিনি লিখেছেন, ‘একটা প্রশ্নৃফিজের কী হলো? সে কি ইনজুরিতে?’
এখনো ইনজুরিতে না থাকলেও গত বছর আইপিএল খেলতে গিয়ে কাঁধে যে চোটটা পেয়েছিলেন সেটার ধকল এখনো হয়তো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি মুস্তাফিজ। দীর্ঘ ছয় মাস মাঠের বাইরে থাকার পর আবার ব্যাট-বলের লড়াইয়ে ফিরেছেন বটে, কিন্তু এখনো যেন ছন্দ খুঁজে পাননি পুরোপুরি। খুব দ্রুতই যেন সেটা পেয়ে যান আর আগের মতো করে ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়াতে পারেন, এমন প্রার্থনাই করছেন বাংলাদেশের সমর্থকরা।
–
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …