রাজাপুরে কলেজ ছাত্রকে হত্যা চেষ্টা মামলা তুলে নিতে বাদিকে হুমকি

ক্রাইমবার্তা রিপোট:রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের এমদাদ খানের কলেজ পড়–য়া ছেলে ফাহাদ খানকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলা তুলে নেয়াসহ নানাভাবে অব্যাহত হুমকি দিচ্ছে আসামীরা। 14আসামীরা বর্তমানে বাদিসহ তার পরিবারের সদস্যদের খুন জখম ও মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করার অব্যাহত হুমকিতে ওই কলেজ ছাত্রের পরিবার অসহায় হয়ে পড়েছে বলে সোমবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সমেমলনে এ সব অভিযোগ করেন মামলার বাদি এমদাদ খান। সংবাদ সম্মেলনে অভিযোগ করে এমদাদ খান জানান, গত ২৪ এপ্রিল রাতে মাদকসেবনে বাধা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা ফাহাদকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। ঘটনার পর ১ মে ফাহাদের পিতা এমদাদ বাদি হয়ে রাজিব, রিয়াজ, রেদোয়ান, ফিরোজ, রুস্তুম, দুলাল, মোজাম্মেল, মহারাজ, গনি, রিয়াদ, আশ্রাব আলী, ছুরাত খা, জামাল মিয়াকে আসামী করে রাজাপুর থানায় মামলা করে। মামলা দায়েরের ৮ দিন অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার না করায় আসামীদের নানা হুমকিতে নিরাপত্তা হীনতায় ভুগছেন কলেজ ছাত্রের পরিবার। ফাহাদ বড়ইয়া ডিগ্রি কলেজ’র বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ করেছে। সংবাদ সম্মেলনে এমদাদ খান আরও অভিযোগ করে জানান, বর্তমানে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন ফাহাদকে চিকিৎসা বঞ্চিত করার জন্য নাম কাটানোর চেষ্টা চালাচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ জানান, মামলার ১৩নং আসামী জামাল মীরাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন এবং অপর ৬ আসামী ৮ এপ্রিল জামিনের আবেদন করলে ১ নং আসামী রাজীবকে কারাগারে প্রেরন এবং বাকি ৫ জনের জামিন মঞ্জুর করেছেন। সংবাদ সম্মেলনে মামলার বাদির পরিবার এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।