ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমানুয়েল ম্যাক্রোঁ। রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে মধ্যপন্থী ম্যাক্রোঁ বড় ব্যবধানে কট্টর ডানপন্থী মেরিন লা পেনকে পরাজিত করেছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।
বেসরকারি ফলাফলে ম্যাক্রোঁ পেয়েছেন ৬৫ দশমিক ১ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লা পেন পেয়েছেন ৩৪ দশমিক ৯ শতাংশ ভোট।
শুরু থেকেই সবগুলো আগাম জরিপে ম্যাক্রোঁর জয়ের কথা বলা হলেও তা কতটা বাস্তবে রূপান্তরিত হয় তাই নিয়ে শঙ্কা ছিলো। কারণ গত বছর মার্কিন নির্বাচনে জরিপকে ভুল প্রমাণিত করে নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একই কারণে কট্টর জাতীয়তাবাদী লা পেন এলিসি প্যালেসের টিকিট পেয়ে যান কি না তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিলো।
এক সময়ের শীর্ষস্থানীয় ব্যাংকার ম্যাক্রোঁ বর্তমান প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদঁ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। গত বছর দল ও মন্ত্রীসভা থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
নির্বাচিত হওয়ায় ৩৯ বছর বয়সী ম্যাক্রোঁ ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হওয়ার ইতিহাস গড়লেন। তার কাছে না হারলে ৪৮ বছর বয়সী লা পেন হতে পারতেন ফ্রান্সের প্রথম নারী প্রেসিডেন্ট।
সরকারিভাবে এই ফল ঘোষণা হবে আগামী ১০ মে। ফরাসি গণপরিষদের প্রেসিডেন্ট লরাঁ ফ্যাবিয়াস সেদিন ফল ঘোষণা করবেন। আগামী ১১ ও ১৮ জুন দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।