বাসভাড়াকে কেন্দ্র করে ডুয়েট শিক্ষার্থীকে মারধোর গাজীপুরে সড়ক অবরোধ বিক্ষোভ ভাংচুর

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ বাস ভাড়াকে কেন্দ্র করে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীকে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার ঘটনার প্রতিবাদে ডুয়েটের শিক্ষার্থীরা সোমবার জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েটি বাসের কাঁচ ভাংচুর করে। এতে ওই সড়কে প্রায় পাঁচ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে এবং ঘটনার বিচারের আশ্বাস দিলে ওই সড়ক থেকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। 12
ডুয়েটের শিক্ষার্থীরা জানান, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ডুয়েটের সিভিল বিভাগের ৩য় বর্ষের ছাত্র মো: রাজন বলাকা পরিবহনে করে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুরের দিকে আসছিলেন। এসময় ওই বাসের সুপারভাইজার তার কাছে ১৫ টাকা ভাড়া দাবি করে। পরে সে ছাত্র পরিচয় দিয়ে ৫টাকার ভাড়া ১৫টাকা দিতে অস্বীকার করে। এতে বাসের সুপারভাইজার তার সঙ্গে খারাপ আচরণ করে। বাকবিতন্ডার এক পর্যায়ে বলাকা পরিবহনের সুপারভাইজার ডুয়েট ছাত্র রাজনকে বেধড়ক মারধর করে এবং বাংলাদেশ কৃষি গবেষণা গেইটের সামনে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
পরে পরে সংবাদ পেয়ে সহকর্মী শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চিকিৎসা করায় এবং রাতেই তারা জয়দেবপুর বাসস্ট্যান্ডে গিয়ে এ ঘটনার বিচার দাবি করে। সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বলাকা পরিবহনের মালিক অথবা শ্রমিক পক্ষের কেউ তাদের সাথে যোগাযোগ না করায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসের সামনে জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাসের কাঁচ ভাংচুর করে। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে এবং ঘটনার বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কের অবরোধ তুলে নেয়। পরে বেলা দেড়টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

জয়দেবপুর থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে ছাত্রদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের এবং বলাকা বাস মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়। আগামি বৃহস্পতিবার সকালে বিষয়টি আবার আলোচনা করে সুষ্ঠু সমাধান করার আশ্বাস দেয়া হয়। পরে বেলা সাড়ে তিনটার দিকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।