লাশ গেল কোথায়?

ক্রাইমবার্তা রিপোট:ফরিদপুরের সালথা উপজেলায় দুই বছর পর আদালতের নির্দেশে কবর খুঁড়ে পাওয়া গেল না হাজি অফাজদ্দিন মাতুব্বারের লাশ। আজ সোমবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, ২০১৫ সালের ৭ নভেম্বার খোয়াড় গ্রামের মৃত আব্বাস মাতুব্বারের ছেলে অফাজদ্দিন মাতুব্বার (৬০) তার নিজ বাড়িতে মারা গেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত ব্যক্তির কোনো সন্তান ছিল না। দাফনের পর অভিযোগ উঠে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে মৃত অফাজদ্দিনের ভাতিজি মইফুল বেগম ফরিদপুর আদালতে একটি পিটিশন দায়ের করেন।

এ পিটিশনের ভিত্তিতে বিজ্ঞ-আদালত ময়না তদন্তের জন্য কবর থেকে তার লাশ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার সকালে কবরস্থান থেকে লাশ উত্তোলন করতে যান সংশ্লিষ্ট প্রসাশনের কর্মকর্তারা। কিন্তু কবর খুঁড়ে তার লাশের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, আদালতের নির্দেশে ফরিদপুরের সহকারী কমিশনার (ভুমি) ও ম্যাজিষ্ট্রেট মো. মতিউর রহমান খানকে নিয়ে কবরস্থানে যাই। কিন্তু কবর খুড়ে মৃত অফাজদ্দিনের লাশ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্নস্থান থেকে মাঝে মধ্যে কবর খুঁড়ে লাশ ও কঙ্কাল চুরির ঘটনা ঘটে। হয়তো অফাজদ্দিনের লাশটিও চুরি গেছে।

 

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।