ক্রাইমবার্তা রিপোট:বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধভাবে দেশ চালাচ্ছে। বর্তমানে দেশ সংবিধান মোতাবেক শাসিত হচ্ছে না। দেশে সংবিধানিক শাসন নেই। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।
আজ সোমবার দুপুরে জামালপুরের রানী কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ কষ্টে রয়েছে। ৫০ টাকা কেজি দরে চাল খেতে হচ্ছে। বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এই সরকার দেশের জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সব সেক্টরে দুর্নীতি ও লুটপাট চলছে। সারা দেশে উন্নয়নের নামে তারা অর্থ লুটপাট করছে। জনগণ তাদের এসব লুটপাটের হিসাব একদিন নেবেই নেবে। দেশের মানুষ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু বর্তমান স্বৈরাচারী সরকার দেশের মানুষকে ভয় পায়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইউম, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার রিতা প্রমুখ।
কর্মীসভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।