ক্রাইমবার্তা রিপোট: ফিরোজ হোসেন : আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে
“ মানবতাই শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিট কার্যালয়ে আলোচনা সভা স্থলে মিলিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তার জন্মলগ্ন থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানবতার সেবার মন মানষিকতা নিয়ে হেনরি ডুনান্ট রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্ব ব্যাপী দুর্যোগ কবলিত অসহায়, দুস্থ্য এবং ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭১ সাল থেকে বিপর্ন্ন মানুষের সেবায় নিরলসভাবে কাজ করছে। তার জন্মদিনকে স্মরণে প্রতিবছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়’।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাহী সদস্য জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, মীর মঈনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা,জেলা শ্রমিকলীগ নেতা শেখ তওহিদুর রহমান ডাবলু, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইউনিট লেবেল অফিসার মো. আতিকুর রহমান হাওলাদার প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলায় কাঁকড়া চাষ ও রপ্তানীর সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।
ফিরোজ হোসেন ঃ জেলায় কাঁকড়া চাষ ও রপ্তানীর সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় রপ্তানী উন্নয়ন ব্যুরো খূলনা এর আয়োজনে ও সাক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহযোগিতায় সাক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাকক্ষে এ সেমনিার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন রপ্তানী উন্নয়ন ব্যুরো খুলনার পরিচালক মো. জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানী উন্নয়ন ব্যুরো খুলনার সহকারি পরিচালক শফিকুল হাসান, চেম্বারের উর্দ্ধতন সহসভাপতি এনছান বাহার বুলবুল, কনিষ্ঠ সহ সভাপতি কামরুজ্জামান মুকুল,পরিচালক আলহাজ আব্দল মান্নœান মুকুল, আবুল বাশার পিয়ার, শহিদুল ইসলাম,জাকির হোসেন লস্কর
সৈয়দ শাহিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শেখ কামরুল হক চঞ্চল, গোলাম আজম, মশিউর রহমান,বিসমিল্লা হাচারীর পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় চাকড়া চাষের উপরে চাষিদের ডিজিটাল পর্দায় কাঁকড়া চাস ও রপ্তানীর সমস্যা ও সম্ভাবনা বিষয়ে উপরে দিক নির্দেশনা প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।