বুধবার প্রকাশ হচ্ছে বিএনপির ভিশন ২০৩০

ক্রাইমবার্তা রিপোট: আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে কীভাবে দেশ পরিচালনা করবে সে বিষয়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি তৈরি করেছে। বিভিন্ন খাতে বিএনপির উন্নয়ন পরিকল্পনা থাকবে ভিশন টোয়েন্টি থার্টিতে।
বুধবার (১০মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিশন টোয়েন্টি থার্টি জাতির সামনে তুলে ধরবেন। গত বছরের মার্চে দলের জাতীয় কাউন্সিলে ভিশন টোয়েন্টি থার্টি সম্পর্কে ধারণা দেন বেগম খালেদা জিয়া। এরপর এক বছরেরও বেশি সময় ধরে চূড়ান্ত করা হয়েছে বিএনপির রাষ্ট্র পরিচালনার রূপকল্পের খসড়া।11
বিএনপি নেতারা বলছেন, তাদের রূপরেখায় থাকছে বিভিন্ন খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা। নির্বাচন পরবর্তী ১০ বছরে দেশ কোন পথে পরিচালিত হবে সে বিষয়ে ধারণা দেয়া হবে ভিশন টোয়েন্টি থার্টিতে।
প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনার পরিকল্পনা তুলে ধরবে বিএনপি। সেই সঙ্গে থাকবে দ্বিকক্ষ সংসদের প্রস্তাব। এছাড়া সাংবিধানিক শীর্ষপদে নিয়োগের ক্ষেত্রে গনশুনানির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকছে দলের রূপকল্পে। বিভিন্ন রাষ্ট্রীয় ইস্যুতে গণভোটের পক্ষেও দলটি।
দলের নেতারা বলছেন, ভিশন টোয়েন্টি থার্টিতে জনকল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনার ব্যাপারে জানাবে বিএনপি।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।