ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:: ইরানি যুবক রিজা পেরেস্তেস দেখতে হুবহু আর্জেন্টিনার ফুটবল তারকা মেসির মতো। মেসির মতই মুখ ভর্তি বাদামী দাড়ি, ফর্সা গায়ের রং। তবে শুধুমাত্র লিওনেল মেসির মতো দেখতে হওয়ায় ইরানের ফুটবলপ্রেমী রিজা পেরেস্তেসের জন্য কাল হয়েছে। এই কারনে তাকে জেলে যেতে হয়েছে।
হুবহু মেসির মতো দেখতে হওয়ায় অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন ‘ইরানি মেসি’! সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি। কারণ পেরেস্তেসের সাথে দেখা করতে প্রতিদিন তার বাড়িতে ভিড় জমান অসংখ্য মানুষ।
জানা গেছে, তার জন্মস্থান ইরানের হামেদান শহরে চলতি সপ্তাহে তার সঙ্গে সেলফি তুলতে অংসখ্য লোক হাজির হন। এত বেশি লোক হাজির হয়েছিলো যে হামেদান শহরে রীতিমত জ্যাম লেগে যায়। তাই সেখানে শৃঙ্খলা ফেরাতে বাধ্য হয়ে পেরেস্তেসকে থানায় নিয়ে যায় স্থানীয় পুলিশ। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: বিবিসি স্পোর্টস
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …