ক্রাইমবার্তা রিপোট: সাভারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে এ মহাসড়কে যানচলাচলে ব্যাহত হচ্ছে।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের জিরানী বাজারে পৌঁছালে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অন্তত ১০ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন ক্লিনিকে পাঠান। আহতদের মধ্যে ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, দুর্ঘটনার পর থেকে সড়কটি দিয়ে যানচলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া পুলিশ র্যাকার দিয়ে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিয়েছে।
সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুর রহমান দুর্ঘটার সত্যতা নিশ্চিত করেছেন।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …