ক্রাইমবার্তা রিপোট:ব্যুারোচীপ আলমগীর হোসেন, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের কৃষকরা প্রথম বারের মতো আধুনিক যন্ত্রের সুফল পাচ্ছে । কম খরচ ও শ্রমিক সংকট সমাধানের সুফল হিসেবে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটা, মাইড়, ও ঝাড়াইয়ের কাজ করা হচ্ছে। এতে করে বাড়তি লাভবান হচ্ছেন কৃষকরা। এই যন্ত্রের মাধ্যমে দেড় ঘন্টায় ১ একর জমির ধান কাটা যায়। সনাতন পদ্ধতিতে একর প্রতি খরচ পড়ে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা, যেখানে যন্ত্রটি খরচ হবে ২ হাজার থেকে ২৫শত টাকা। মেশিনটি এক সঙ্গে মাঠে ধান কাটা, মাড়াই করা এবং বস্তা বন্দী করতে সক্ষম। এতে চাষীদের কম খরচ ও বেশি লাভবানের সুযোগ রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ দিকে জেলায় এবার ইরি-বোরো ধানের ভালো ফলন হয়েছে। তাছাড়া খরচের তুলনায় বাজারে ধানের দাম বেশি পেয়ে কৃষকরা এখন মহা-খুশি। ইতিমধ্যে ধান কাটা প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে। কৃষকের ঘরে ঘরে এখন নতুন ধান। ফলনও হয়েছে বেশ ভালো। ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। কয়েক দফা কাল-বৈশাখী ঝড়ে অনেক জমির ফসলের মাঠে হাটু পানি থাকার পরেও ফলন ভালো হয়েছে বলে জানান চাষীরা। এবার ধানের প্রতি মণ বিক্রি করা হচ্ছে ৮শ থেকে ৯শ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ২৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ হয়েছে। তার মধ্যে রামগতি, রামগঞ্জ ও সদর উপজেলায় আবাদ হয়েছে বেশি। এবার ১ লক্ষ মেট্্িরক টন চাল উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি বিভাগ। লক্ষ্মীপুরে কৃষি প্রকৌশলী মোঃ ফজলুল করিম জানান, কোন কৃষক কিংবা কৃষক সংগটন যন্ত্রটি কিনতে চাইলে অর্ধেক দাম ভর্তুকি দিয়ে তা ক্রয় করার সুযোগ রয়েছে। স্থানীয় লক্ষ্মীপুর সদরের ২নং ওয়ার্ডের কৃষি কর্মকর্তা মোঃ খুরশিদ আলম জানান, একসাথে ধান কাটতে গিয়ে শ্রমিক সংকট দেখা দেয়। এই যন্ত্রটি শ্রমিক সংকট সহ কৃষকের খরচ কমিয়ে লাভবান করবে। আধুনিক যন্ত্রের সুফল পেয়ে সংগঠনের মাধ্যমে ক্রয় করার কথা জানান স্থানীয় কৃষকরা।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …