ক্রাইমবার্তা রিপোট:বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কাঁচা আমকে রঙ্গীন করে ক্রেতা সাধারনের সাথে প্রতারনা চেষ্টার অভিযোগে সাতক্ষীরার এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় কেমিক্যাল মেশানো ১০ মন আম নষ্ট করা হয়।
বৃহস্পতিবার এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতক্ষীরার সহকারি কমিশন ( ভূমি) দেবাশীষ চৌধুরী।
তিনি জানান সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের রফিকুল ইসলাম তার বাড়িতে কাঁচা আমে বিষাক্ত কেমিক্যাল মিশাচ্ছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারে এই রায় দেওয়া হয়।
উল্লেখ্য, বুধবার একই কারনে প্রায় ৫০ মণ আম নষ্ট করা হয়েছে। সাতক্ষীরার চালতেতলা এলাকায় তা নষ্ট করা হয়।
###