ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডিম ভেঙ্গে বিক্ষোভ করলো কালিহাতীর খামারীরা

ক্রাইমবার্তা রিপোট:শাহ আলম,কালিহাতী প্রতিনিধি :ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডিম ভেঙ্গে সি.পিসহ বহুজাতিক কোম্পানী গুলোর দৌরাত্ম ও ষড়যন্ত্র বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখা।19

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে। সমাবেশে খামারী শওকত মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম আব্দুল আওয়াল, খামারী নেতা সাবেক সল্লা ইউপি চেয়ারম্যান শামীম, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী প্রমুখ ।

মানববন্ধন শেষে রাস্তা অবরোধ করে ডিম ভেঙ্গে প্রতিবাদ জানায় খামারীরা। এসময় খামারীরা বলেন, সি.পিসহ বহুজাতিক কোম্পানী গুলোর বাণিজ্যিক ভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করতে হবে। ডিম ও মুরগির মাংসের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। মুরগির খাদ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে এবং অনতিবিলম্বে উৎপাদিত ডিম ও মুরগি রপ্তানি করার দাবী জানান।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।