শ্যামনগরে ভারত থেকে অবৈধভাবে নদী পথে দেশে প্রবেশকালে ৮ বাংলাদেশী আটক !

ক্রাইমবার্তা রিপোট:ভারত থেকে অবৈধভাবে নদী পথে দেশে প্রবেশকালে সাতক্ষীরার শ্যামনগরের কালিঞ্চি নদী থেকে ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় গরু, ৪টি সিম ও ৪০ রুপি উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব কৈখালী কালিঞ্চি নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।22
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভামিয়া গ্রামে রঞ্জন আউলিয়ার ছেলে সাগর আউলিয়া, ধুমঘাট গ্রামের প্রনব জোয়ার্দ্দারের ছেলে জয়ন্ত জোয়ার্দ্দার, রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের গোলাব্দী শেখের ছেলে আফছার শেখ, আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে কাশেম গাজী এবং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের ছলেমান গাজীর ছেলে রহিম গাজী, পশ্চিম কৈখালী গ্রামের মান্দার সানার ছেলে আজিবার সানা, কছিমুদ্দীন গাজীর ছেলে আতিয়ার গাজী ও সামছুর শেখের ছেলে ফিরোজ শেখ।

বিজিবির কৈখালী বিওপির কমান্ডার সুবেদার আদিল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে শ্যমানগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।