রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী’ নিহত
১৩ মে ২০১৭ – ১১:৫০ ১৩ মে ২০১৭ –
অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি চর এলাকায় ‘বন্দুকযুদ্ধে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির দুই চরমপন্থী’ নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।নিহতদের নাম বাপ্পী ও লালন বলে র্যাব জানিয়েছে। র্যাবের দাবি, এ সময় ঘটনাস্থল থেকে চারটি বন্দুক ও ৬০টি গুলি উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর র্যাব ৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রইচ উদ্দিন দাবি করেন, আজ ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রাখালগাছি চর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) গোপন বৈঠক চলছে।
খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে ‘চরমপন্থীরা’ গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে ‘চরমপন্থী’ সদস্য বাপ্পী ও লালনের লাশ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রাইফেল, দুটি বিদেশি শ্যুটারগান, ৬০টি গুলি, একটি রামদা ও একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে বলে রইচ উদ্দিন জানান। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তা।