ক্রাইমবার্তা রিপোট:মীর খায়রুল আলম:সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে বর্তমান সরকারের সাফাল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় করেছে জেলা তথ্য কর্মকর্তা। রবিবার বিকাল ৪টায় জেলা তথ্য অফিসের আয়োজনে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারের সাফাল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা করেন জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের আব্দুল ওহাব, মোহনা টিভির দেবহাটা প্রতিনিধি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এম এ মামুন, দৈনিক আজকের সাতক্ষীরার কেএম রেজাউল করিম ও আরাফাত হোসেন লিটন, দক্ষিণের মশালের গোপাল কুমার দাস, জেলা তথ্য অফিসের জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, মীর আজিবুর রহমান প্রমূখ। এসময় বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরে বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১৪৬৬ ডলারে দাঁড়িয়েছে। একই সাথে শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎসহ সমগ্রীক উন্নয়ন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। বেড়েছে বিভিন্ন ভাতাভোগীদের সংখ্যা, প্রতিটা এলাকার রাস্তা, কালভাট, সেতু নির্মানেও ব্যাপক উন্নয়নের ছোয়া লেগেছে। তাছাড়া সর্বত্র অনলাইন সুবিধায় বিভিন্ন কাজ বাড়িতে বা এলাকায় বসে সহজে সম্পন্ন করা যাচ্ছে। যেমন- বিদ্যুৎ বিল পরিশোধ, অনলাইনে জমির পর্চা, ট্রেন ও বাসের টিকিট ক্রয়, বিভিন্ন দপ্তরের সেবা সমূহ, সরকারের চলমান কর্মকান্ড, পাসপোর্ট ফরম পুরন, ভিডিও কল, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পুরনসহ বিভিন্ন অনলাইনে সম্পন্ন করতে পারছি। আর সেবাগুলো আরো সহজ করতে সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছেন। সেখানে সরকারি বিভিন্ন ফরম, নোটিশ, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক তথ্য, চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, জন্ম-মৃত্যু সনদ, বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের রেজিস্ট্রেশন, বিদ্যুৎ বিল পরিশোধ, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট যোগাযোগ, ই-মেইল সুবিধাসহ বৃহত সেবা প্রদান করা হচ্ছে। শুধু তাই নয়, বর্তমান সরকার দূযোর্গ প্রতিরোধ, দারিদ্রতা দূরকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি আনতে ব্যপক কর্মকান্ড পরিচালনা করছেন। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তি করতে সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অব্যাহত রয়েছে। তারই লক্ষে সাধারণ মানুষের দৌড়গোড়ায় বার্তা ও সেবা পৌছে দিতে আজ সোমবার বেলা ৩টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন অঞ্চলের মা, সুধিজন, জনপ্রতিনিধি, সুশিলসমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলের অংশগ্রহনের জন্য জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …