খোলপেটুয়া পাউবোর বাঁধ মেরামতে এম পি জগলুল হায়দার

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামালঃ বঙ্গোপসাগরের নিকটবর্তী সুন্দরবনের কোল ঘেঁষে আইলা বিধৌত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটি এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের কাজ করার অংশ হিসেবে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দারের নির্বাচনী এলাকা শ্রমজীবী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছা শ্রমে বাঁধ নির্মাণে শ্রমিকদের উৎসাহ যোগাতে আবারও কোমরে গামছা বেঁধে মাথায় মাটির ঝুড়ি মাথায় নিয়ে দীর্ঘ সময় কাজ করেন।গত রোববার সকাল ১০ টায় এস, এম জগলুল হায়দার এমপি এ কাজ করেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার আপনাদের পাশে আছে এবং বাঁধ নির্মাণে পূর্ণ সহযোগিতা করবে। আকর্ষিক ভাবে এম পি কে পেয়ে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করে।
17

সুন্দরবনের বাঘের আক্রমণে ১ব্যক্তি আহত
শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরের চকবারা গ্রামের সৈয়দ আলি গাজীর পুত্র শফিকুল ইসলাম গাজী (৪৫) বাঘের আক্রমণে আহত হয়েছেন। গত ১৩ মে পশ্চিম সুন্দরবনের তেঁতুলবাড়ীয়া খাল সংলগ্ন এলাকায় মধু সংগ্রহ কালে বাঘের আক্রমণের শিকার হন শফিকুল ইসলাম। এতে তার মাথা ও ঘাড়ে ব্যাপক রক্তপাত হয়। গত ১৪ মে তার সঙ্গীরা শফিকুল কে উদ্ধার করে লোকালয়ে নিয়ে এসে ডাঃ সোলায়মান কবীর,ডাঃ মাষ্টার আব্দুল করিম ও ডাঃ হরিদাষ মন্ডলের নিকট চিকিৎসা সেবা প্রদান করান। প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়ীতে শফিকুল ইসলাম কে নিয়ে যাওয়া হয়।

শ্যামনগরে ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা
শ্যামনগর ব্যুরোঃ বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে যোহর নামাজ বাদ উপজেলা জামে মসজিদে তালিম তারবিয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার শ্যামনগর শাখার সভাপতি এস এম মিজানূর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুল করিম,ডাঃ মাওঃ আল আমিন এহচান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন শ্যামনগর শাখার উপদেষ্ঠা মোহাদ্দেস খায়রুল বাসার ,শ্যামনগর ইসলামী আন্দোলন শাখার সভাপতি মাওঃ আবু বককর সিদ্দিক, সাধারন সম্পাদক হাফেজ মোখলেছুর রহমান,মুজাহিদ কমিটির শ্যামনগর শাখার সেক্রেটারী মাওঃ আবু বককর সিদ্দিক,সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন শ্যামনগর শাখার সাধারন সম্পাদক এস এম মাসুদ রানা।

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।