শাকিবের কথামতো ঘর সংসার নিয়ে ব্যস্ত অপু

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:শাকিবের চাওয়াকেই প্রাধান্য দিয়ে সংসার করছেন অপু বিশ্বাস। শাকিব চেয়েছেন অপু সিনেমায় কাজ না করুক। সংসার ও সন্তান জয়কে নিয়ে ব্যস্ত থাকুক। স্বামীর কথা মতো আপাতত ঘর সংসার নিয়েই আছেন অপু। অপু জানান, জয়কে ঘিরেই আমার সবকিছু। ওকে রেখে কোথাও যাওয়া যায় না।7
সারাক্ষণ ওর সঙ্গেই থাকতে হয়। মা হবার আগে কখনো বুঝতাম না মা হওয়া কতটা আনন্দের। সন্তানের খাবার থেকে শুরু করে ঘুম সবকিছুতেই খেয়াল রাখতে হয়। ওর ময়লা কাপড়গুলোও আমাকেই পরিষ্কার করতে হয়। শাকিবের সঙ্গে স¤পর্কের বিষয়ে অপু জানান, শবেবরাতে ছেলেকে দেখতে এসেছিল শাকিব। ছেলের জন্য উপহারও এনেছিল। অভিনয়কে বিদায় জানাচ্ছেন কিনা এ ব্যাপারে এখনই কিছু বলতে চান না অপু। বললেন, পরেরটা পরে দেখা যাবে। আগে সংসার। এদিকে তার আটকে থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে- পাঙ্কুজামাই, মাই ডার্লিং, মা, ভালোবাসা ২০১৭। অপু যদি চলচ্চিত্রে না ফেরেন তবে এসব সিনেমার ভবিষ্যৎ অন্ধকার। যদিও সন্তানসহ গণমাধ্যমের সামনে আসার পর তিনি জানিয়েছিলেন অভিনয়ে ফিরবেন। কিন্তু এখন অভিনয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না তিনি। ফলে অপুর চলচ্চিত্রে ফেরা নিয়ে শঙ্কা এবং সংশয় দেখা দিয়েছে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।