ধোনির অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: আগেই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন, আর চলতি বছরের শুরুতেই অধিনায়কের মুকুট মাথা থেকে নামিয়ে রেখেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আকস্মিকভাবেই তিনি জানিয়েছিলেন, ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলকে আর নেতৃত্ব দেবেন না। এরপর কেটে গেছে অনেকগুলো মাস। ধোনির আকস্মিক সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা মহলে চলেছে জল্পনা, উঠে এসেছে নানা তথ্য। এমনকী এও এক সময়ে শোনা গিয়েছিল যে, তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। তবে এ সব বক্তব্যের কোন প্রমাণ পাওয়া যায়নি। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন জাতীয় দলের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ।
5
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি প্রসাদ জানিয়েছেন এই খবরের কোন সত্যতা নেই। তাঁর কথায়, ‘অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য ধোনির উপর কোনো চাপই ছিল না। এটা সম্পূর্ণই তাঁর নিজের সিদ্ধান্ত ছিল। আমার মনে আছে, তখন গুজরাট আর নাগপুরের মধ্যে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলা চলছিল। সেই সময়েই ধোনি আমায় ওর সিদ্ধান্তের কথা জানায়। তাই সে যখন অফিশিয়ালি এই সিদ্ধান্তের কথা সকলের সামনে আনে, আমি বিন্দুমাত্র অবাক হইনি। ’

তিনি আরও বলেন, ‘ধোনি এক জন অত্যন্ত সৎ মানুষ। দেশের প্রতি ওর অবদানের জন্য ওকে ধন্যবাদ জানাই। তবে মনে রাখতে হবে, এখানেই ওর কাজ শেষ হয়নি। কোহলিকে গাইড করার কাজটাও ওকেই করতে হবে। ’ বাংলাদেশ প্রতিদিন

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।