ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্টের মৃত্যতে বিএনপির শোক

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার রাতে রাজধানী হেলসিংকির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মাউনো কইবিস্তকে আধুনিক ফিনল্যান্ডের রূপকার অভিহিত করে শোক প্রকাশ করেন ফিনল্যান্ড বিএনপির শীর্ষ নেতা জামান সরকার।
এক শোকবার্তায় বিএনপির ফিনল্যান্ড শাখার নেতারা বলেন, “সাবেক প্রেসিডেন্ট মাউনো কইবিস্তর মৃত্যু ফিনল্যান্ডসহ সারা বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে ফিনল্যান্ড একজন সাহসী ও উদ্যমী অভিভাবক এবং পথপ্রদর্শক হারাল। একজন সৎ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি ছিলেন সবার কাছে অনুকরণীয় আদর্শ।”9
১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১২ বছর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন মাউনো কইবিস্ত। তার সময়েই ফিনল্যান্ডের অর্থনৈতিক অবস্থান মজবুত ভিত্তির উপর দাঁড়ায়।
শোকবার্তায় বলা হয়, ফিনল্যান্ডকে বেগবান করার লক্ষ্যে সক্রিয় অবদান রেখেছেন সাবেক প্রেসিডেন্ট মাউনো। বিশেষ করে অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরির মাধ্যমে গোটা পৃথিবীতে ফিনল্যান্ডকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
তার সুচিন্তিত পরামর্শ, নির্দেশনা ও সহায়তা স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে বলেও বিএনপির শোকবার্তায় উল্লেখ করা হয়।
মাউনো কইবিস্তর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বিএনপির ফিনল্যান্ড শাখার শোকবার্তায়।
ফিনল্যান্ডে বিএনপির সক্রিয় নেতা জামান সরকার ছাড়াও শোকবাণীতে স্বাক্ষর করেন মোকলেসুর রহমান চপল, মবিন মোহাম্মদ, বদরুম মনির ফেরদৌস, এজাজুল হক ভূঁইয়া রুবেল, সামছুল গাজী, মিজানুর রহমান মিঠু, প্রদীপ কুমার সাহা, আলাউদ্দিন মোহাম্মদ, নাজমুল হুদা মনি, আবদুল্লাহ আল আরিফ, তাপস খান মোহাম্মদ সাহিন ও মোস্তাক সরকার।
অন্যদের মধ্যে আবুল কালাম আজাদ, মীর সেলিম, সুমন, তাজুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আরিফ বাবু, নাজমুল হাসান, মো. সাইফুর রহমান সাইফ, ফাহমিদ উস সালেহীন, মনোয়ার পারভেজ, ইব্রাহিম খলিল, মো. সালাহউদ্দিন, জনি খান, মো. সামিউল আরেফিন, জাভেদ ইকবাল, মোয়াজ্জেম ভূঁইয়া, মোহাম্মদ জুয়েল, হাজি সুলাইমান, মনিরুল ইসলাম, সবুজ খান, মো. শিপন, মুকুল হোসেন, আহসান হাবিব সজল, সুকান্ত, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তানিম, আজহার, মো. আশরাফ আহমেদ, ফাহিম শাহরিয়ার, সামি-উর রাশেদীন, মীর ইসমাইল প্রমুখ শোকবার্তায় স্বাক্ষর করেন।
মাউনো কইবিস্ত ফিনল্যান্ডের নবম প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে ১৯৬৮ থেকে ১৯৭০ এবং ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া অর্থমন্ত্রী, বোর্ড অফ দ্য ব্যাংক অফ ফিনল্যান্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি।
তুর্কু শহরে জন্ম নেওয়া এই সফল প্রেসিডেন্ট যুদ্ধে অবদান রাখার জন্য অর্ডার অফ দ্য ক্রস অফ লিবার্টি পদকে ভূষিত, ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক রাজনৈতিক আদর্শের অনুসারী।

Check Also

স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনি এক ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।