বন্ধুর হাতুড়ির আঘাতে স্কুলছাত্র খুন

ক্রাইমবার্তা রিপোট:খুলনায় বন্ধুর হাতুড়ির আঘাতে হাসান নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র খুন হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে সোমবার ভোরে গোপালগঞ্জ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার দুপুরে অভিযুক্ত আদনানকে আটক করেছে পুলিশ।

নিহত হাসান নগরীর গগণবাবু রোড এলাকার অহিদুল শেখের ছেলে এবং নগরীর গগণবাবু রোডের ইউসেফ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

আটককৃত আদনান নগরীর ট্যাংক রোডের বাসিন্দা মো. আছাদের ছেলে এবং একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গেছে, হাসান ও আদনান রোবাবর দুপুরে একসঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গ্লাক্সো মোড়ে আসার পর আদনান একটি কারখানা থেকে হাতুড়ি এনে হাসানের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত হাসানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে গোপালগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।