বিগ ব্যাশে মোস্তাফিজ-রশিদকে চান হেনরিকস

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আইপিএলের নবম আসরে প্রথমবারের মতো খেলতে গিয়ে বাজিমাত করেছিলেন মোস্তাফিজুর রহমান। তার আগুন ঝরানো বোলিং নজর কেড়ে ছিলো ক্রিকেটবিশ্বের। তার কাটার-স্লোয়ার-ইয়র্কার আতঙ্ক ছড়িয়েছিল প্রতিপক্ষ শিবিরে। প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেরা উদীয়মানের পুরস্কারও জিতেছিলেন বাংলাদেশের এই পেস সেনসেশন। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট।

 

 

তবে দশম আসরে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

এদিকে মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানের ঘুম হারাম করে দিচ্ছেন রশিদ খান। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই আলো ছড়াচ্ছেন আফগান এই তরুণ। এখন পর্যন্ত সানরাইজার্সের হয়ে রশিদ খেলেছেন ১২ ম্যাচ। ঝুলিতে জমা করেছেন ১৪ উইকেট।

গত মৌসুমে সানরাইজার্সের হয়ে মোস্তাফিজ যেমন ঝলক দেখিয়েছিলেন, এবার সেটা করে যাচ্ছেন আফগান তরুণ রশিদ খান।

সানরাইজার্সের এই দুই তরুণ তুর্কি মোস্তাফিজ ও রশিদকে বিগ ব্যাশে চান হায়দরাবাদে খেলা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ময়েজেস হেনরিকস।

রশিদকে নিয়ে সিডনি সিক্সার্সের অধিনায়ক হেনরিকস বলেন, ‘আমি এখনও নেটে তাকে (রশিদ) পাইনি! সে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বল করতে পারে এবং স্পিন করতে পারে। এই ধরনের বোলার সিক্সার্সের প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়িয়ে দেবে।’

মোস্তাফিজ-রশিদকে নেয়ার ব্যাপারে আগ্রহের ঘাটতি দেখছেন না হেনরিকস। ব্যাখ্যায় অসি এই অলরাউন্ডার বলেন, ‘তারা (মোস্তাফিজ-রশিদ) উন্নয়নশীল ক্রিকেটীয় দেশ থেকে এসেছে। এই ভেবে বিগ ব্যাশের দলগুলো তাদের দলে ভেড়াতে সংকোচ করবে না বলে আমি মনে করি।’

হায়দরাবাদে মোস্তাফিজ-রশিদের সাথে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মানছেন হেনরিকস। বলেন, ‘মোস্তাফিজ এবং রশিদ ভালো মানের ক্রিকেটার। তাদের সাথে খেলতে পেরে আমি ভাগ্যবান। বিশ্বসেরাদের সাথে খুব ভালোভাবেই তারা মানিয়ে নিতে পারে। আমি নিশ্চিত যে, বিগ ব্যাশে খেলার জন্য তারা যথেষ্ট যোগ্য।’

 

Check Also

জ্ঞান ফিরেছে তামিমের

অবশেষে আশার আলো— হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।