ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ সোমবার সকালে সদর উপজেলার শাল্যে গ্রামে ব্রেড আব লাইফ চার্চ এর শুভ উদ্বোধন করা হয় । মাছখোলা ব্রক্ষরাজপুর ইউপি সদস্য মো: নুর ইসলাম মগরেবের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়্যারম্যান মো:আসাদুজ্জামান বাবু ব্রেড আব লাইফ চার্চ এর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সম শহিদুল ইসলাম,চার্চের পালক পূরোহীত পাষ্টার থিয়ফিল গাজী,জয়,প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মো:আসাদুজ্জামান বাবু বলেন মানব সেবার উপর কোন ধর্ম নেই মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম । সমাজের অসহায় এতিম শিশুদেরকে ব্রেড আব লাইফ চার্চ ফ্রিতে থাকা খাওয়া লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে এটা অনেক মহৎ উদ্যোগ। ৭ জন এতিম অসহায় বালকদের এখানে পূর্ণবাসন ব্যবস্থা করা হয় ।
Check Also
২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ
ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …