বাংলাদেশের বিপক্ষে ফিরতে চান স্টেইন

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। বেশ কিছু দিন কাঁধের ইনজুরিতে ভুগছেন স্টেইন। যে কারণে ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল তারকা এ ফাস্ট বোলারকে। তবে কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় ‘এ’ দল থেকেও নাম প্রত্যাহার করতে বাধ্য হন স্টেইন।

জুলাই-আগস্টে ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে আগামী মাসে ইংল্যান্ড কেন্টাবুড়িতে ‘এ’ দলের বিপক্ষে প্রোটিয়া ‘এ’ স্টেইনকে মূলত অন্তর্ভুক্ত করা হয়েছিল তার ইনজুরির অবস্থা পরীক্ষা করার জন্য। এখনই খেলার মতো ফিট হয়ে উঠেননি তিনি।
টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১৭ উইকেট শিকারী স্টেইন কাঁধে ইনজুরির কারণে গত নভেম্বর মাস থেকে মাঠের বাইরে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৩ মাসের মধ্যে দ্বিতীয়বার কাঁধে আঘাত পাওয়ায় মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
সাংবাদিকদের স্টেইন বলেন, ‘আমার ইনজুরির অগ্রগতি ভালোই হচ্ছে। তবে আমার ধারণার চেয়ে বেশি সময় লাগছে।’
‘আমি দৌড়ানো, জিম অনেক কিছুই করতে পারছি। তবে এগুলো থেকে বোলিং করাটা সম্পূর্ণ আলাদা এবং ইংল্যান্ড সিরিজের আগে আমি প্রস্তুত হতে পারবনা।
তিনি আরো বলেন, এখন তার লক্ষ্য হচ্ছে অক্টোবরে বাংলাদেশ সিরিজে মাঠে ফেরা।
কুচকির আঘাত থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা নতুন বলে স্টেইনের সঙ্গী ভারনন ফিলান্ডারের সেবাও মিস করতে পারে দক্ষিণ আফ্রিকা।
পাঁচ বছর আগে ইংল্যান্ড সফরে তিন টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ী প্রোটিয়াদের হয়ে ১৫ উইকেট শিকার করেছিলেন স্টেইন।
চলতি বছর জুলাই-আগস্টে লর্ডস, ট্রেন্ট ব্রিজ, ওভাল ও ওল্ড ট্রাফোর্ডে চার টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

 

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।