ক্রাইমবার্তা রিপোট:নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা সিটি কলেজে রাত ৮ টার পরেও নামানো হয়নি জাতীয় পতাকা। শনিবার রাত ৮ টায় সাতক্ষীরা সিটি কলেজের দেখা যায় অধ্যক্ষের রুমের সামনে জাতীয় পতাকা ঝুলছে। সকাল ১০ টায় কলেজ শুরুর প্রথমে জাতীয় পতাকা টানানো হয় এবং ৫ টার সময় কলেজ ছুটি হলে জাতীয় পতাকা নামানোর নিয়ম থাকলেও সরকারি নির্দেশ উপেক্ষা করে কলেজ কতৃপক্ষ পতাকা টানানো অবস্থায় রেখে যায়। লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত জাতীয় পতাকার অবমাননা দেখে বিশিষ্ট জনরা হতবাক। এর পূর্বেও সাতক্ষীরা সিটি কলেজে একাধিকবার জাতীয় পতাকা নির্দিষ্ট সময়ের মধ্যে নামানো হয়নি । সরকারের টাকায় বেতন পেয়ে জাতীয় পতাকার অবমাননা দেখে সাধারণ জনগনের মধ্যে একধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …