ক্রাইমবার্তা রিপোট: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, কওমী মাদ্রসাভিত্তিক দল নির্বাচনে যাবে, তবে হেফাজতের নামে নয়। মঙ্গলবার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, অধিকাংশ কওমী মাদ্রাসা ভিত্তিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে। এই দলগুলে হচ্ছে- খেলাফতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি, ওলামা কমিটি বাংলাদেশ, ইসলামী ঐক্য, খেলাফত মজলিশ, জমিয়তে ওলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, ফরায়জী জামায়াত ও বাংলাদেশ ইসলামী ঐক্য।
তিনি আরও বলেন, ইসলামী দলের নেতা-কর্মিদের হেফাজতের সঙ্গেও সম্পৃক্ততা রয়েছে। তবে, উল্লেখিত দলগুলো হেফাজতের নামে নির্বাচন না করে বিভিন্ন দলের ব্যানারে পৃথক পৃথকভাবে নির্বাচন করবে।
Check Also
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …