ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত জেলা ইমাম সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ- পরিচালক সৈয়দ আব্দুল মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার সহকারি পরিচালক মো.রফিকুল ইমসলাম । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাষ্টার ট্রেইনার মাওলানা আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মাসুদুুজ্জামান,মুফতি রবিউল ইসলাম,এম আলাউদ্দিন,মাওলানা আক্তারুজ্জামান,প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান।
