শ্যামনগরে প্রচন্ড ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান লন্ডভন্ড

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল ঃ শ্যামনগরের কাশিমাড়ী কে,এ, আদর্শ দাখিল মাদ্রাসা ও পাতাখালী ফাজিল মাদ্রাসা ভৌত অবকাঠামো প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়েছে। কে,এ, আদর্শ মাদ্রাসার সুপার মাওঃ খবির উদ্দীন জানান, গত ১৫ মে দিবাগত গভীর রাত্রের ১ টার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে মাদ্রাসার সেমি পাকা বিল্ডিং এর চারটি শ্রেণী কক্ষ লন্ডভন্ড হয়ে গেছে। এতে শ্রেণীকক্ষের দেওয়াল, টিনের তৈরী চাল, চেয়ার, বেঞ্চ সহ অন্যান্য শ্রেণীকক্ষ ব্যবহার উপযোগী উপকরন সমূহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। যার আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।15 পদ্মপুকুর চেয়ারম্যান এ্যাডঃ আতাউর রহমান জানান,তার ইউনিয়নের পাতাখালী ফাজিল মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয়েছে। ছাত্র ছাত্রীরা অন্যান্য রুমে অতি কষ্টে অর্ধবার্ষিকী পরিক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষের পূর্বেই মাদ্রাসাটি সংস্কার না হলে ছাত্র ছাত্রীরা খোলা আকাশের নিচে পাঠ গ্রহনের কার্যক্রম করতে হবে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসাটির ক্ষয় ক্ষতি পরিদর্শন করেছেন। এদিকে রাবেয়া খাতুন মহিলা দাঃ মাদ্রাসারও ক্ষতি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সাহায্যের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

শ্যামনগরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

মোস্তফা কামাল ঃ শ্যামনগরে ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের এম পি এস এম জগলুল হায়দার। গত ১৬ মে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জনগণের দোর গোড়ায় সেবা ’- এ স্লোগানের আওতায় নকিপুর এইস সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান। এ সময় প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের এম পি এস এম জগলুল হায়দার মেলার উদ্বোধন কালে আইসিটি ক্ষাতে সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান ইন্টারনেটের মাধ্যমে সরকারের সেবা জনগণের দোর গোডায় পৌছানোর দিক গুলো ব্যাখ্যা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসীন উল-মুলক, সহকারী কমিশনার (ভূমি)শেখ আব্দুল্যাহ সাদীদ, প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ,অধ্যক্ষ (ভারঃ)আমির হোসেন,অধ্যক্ষ(ভারঃ) ইকরামুল কবীর,প্রধান শিক্ষক ডঃ আব্দুল মান্নান প্রমূখ। মেলায় ১৪টি স্টল তাদের কর্মকৌশল পরিদর্শন করান।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন-মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মীনা হাবিবুর রহমান।

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।